রং নম্বরে পরিচয়, প্রাইভেটকারে ধর্ষণচেষ্টা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক শ্রীপুর (গাজীপুর)
প্রকাশিত: ০৯:৩৮ পিএম, ২২ মে ২০১৮
ফাইল ছবি

গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার মাওনা চৌরাস্তায় এক নারীকে প্রাইভেটকারের ভেতর ধর্ষণচেষ্টার অভিযোগে কবির হোসেন নামে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

এ ঘটনায় মঙ্গলবার দুপুরে নির্যাতিতা নারী বাদী হয়ে শ্রীপুর থানায় একটি মামলা করেছেন। সোমবার রাতে মাওনা উড়াল সেতুর দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে। অভিযুক্ত কবির হোসেন (৪৬) শ্রীপুর পৌর এলাকার উজিলাব গ্রামের আব্দুল বারেকের ছেলে।

নির্যাতিতা নারী জানান, তিনি একজন প্রসাধনী পণ্য বিক্রেতা। শ্রীপুর পৌর শহরের গড়গড়িয়া নতুন বাজার এলাকায় একটি বাসায় ভাড়া থাকেন। কবির হোসেনের সঙ্গে মাস খানেক আগে মোবাইলের রং নম্বরে তার পরিচয় হয়।

এরপর থেকে চাকরি দেয়ার প্রলোভনে তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ রাখতো কবির হোসেন। সোমবার রাত ১০টার দিকে তাকে পোশাক কারখানায় চাকরির ব্যবস্থা করে দেয়ার কথা বলে মাওনা ওড়াল সেতুর কাছে আসতে বলে কবির। সেখানে যাওয়ার পর কবীর হোসেন তাকে একটি প্রাইভেটকারে তুলে ধর্ষণের চেষ্টা করে। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে কবির হোসেনকে গণপিটুনি দিয়ে পুলিশে খবর দেয়।

শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, ট্রিপল নাইনে (৯৯৯) ধর্ষণচেষ্টার তথ্য পাওয়া গেছে। পরে ঘটনাস্থল থেকে পুলিশ ভিকটিমকে উদ্ধার ও অভিযুক্তকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

এ সময় তার ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করা হয়। গ্রেফতারকৃতের নামে শ্রীপুর থানায় দুটি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে মঙ্গলবার শ্রীপুর থানায় আরও একটি মামলা করেন। অভিযুক্তকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।