কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে প্রাণ-আরএফএলের ইফতার
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের স্থানীয় সাংবাদিকদের সঙ্গে ইফতার পার্টির আয়োজন করেছে দেশের শীর্ষস্থানীয় বহুজাতিক শিল্পপ্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপ।
মঙ্গলবার বিকেলে কালীগঞ্জ পৌরসভা মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এ ইফতার মাহফিল ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।
প্রাণ-আরএফএল ইন্ডাস্ট্রিয়াল পার্কের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার বেনজির আহমেদের সভাপতিত্বে ও ব্যবস্থাপক (প্রশাসন) মো. সাইদুর রহমান সাঈদের পরিচালনায় ইফতার মাহফিলে বক্তব্য রাখেন- কালীগঞ্জ পৌর মেয়র মো. লুৎফুর রহমান, কাউন্সিলর পরিমল চন্দ্র ঘোষ, প্রাণ-আরএফএল গ্রুপের জনসংযোগ বিভাগের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার কে.এম জিয়াউল হক, ম্যানেজার তৌহিদুজ্জামান, জনসংযোগ কর্মকর্তা হুমায়ূন আহমেদ, কালীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল আলম আইয়ুব, সাধারণ সম্পাদক ও জাগো নিউজ কালীগঞ্জ প্রতিনিধি আব্দুর রহমান আরমান প্রমুখ।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সাংবাদিক ওমর আলী মোল্লা, রফিক সরকার, মাফুজা আফরিন মনি, বিল্লাল হোসেন, মুহাম্মদ আল-আমিন, সোহেল আহমেদ খান, মো. মিজানুর রহমান, যীনাত রহমান, কাজী শহীদ, মোহাম্মদ ইমরান হোসেন, এইচ.এম ইব্রাহিম, ইমতিয়াজ আহমেদ রানা, মোশারফ হোসেন দেওয়ান, জোনাহিদ হাসান সাগর, মেহেদী হাসানসহ উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রায় অর্ধশতাধিক সাংবাদিক।
আব্দুর রহমান আরমান/এএম/আরআইপি