ট্রেনের ধাক্কায় বিএনপি নেতা নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কালীগঞ্জ (গাজীপুর)
প্রকাশিত: ০৪:০৩ পিএম, ২৪ মে ২০১৮

গাজীপুরের কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় মো. নুরুল ইসলাম শেখ (৫৫) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার আড়িখোলা রেলওয়ে ষ্টেশনের অদূরে (পশ্চিমে) তুমলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত নুরুল ইসলাম শেখ উপজেলার তুমলিয়া গ্রামের মৃত সেকান্দার আলীর ছেলে। তিনি কালীগঞ্জ থানা বিএনপির সদস্য ও পৌর শাখা ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. জহির আলী জানান, বাড়ির পাশে ধানের খড় শুকাতে যান নুরুল ইসলাম। এ সময় ঢাকার দিক থেকে আসা ব্রাহ্মনবাড়ীয়ামুখী তিতাস কমিউটার ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে আড়িখোলা রেলওয়ে স্টেশন মাস্টার মো. তারেকুল ইসলাম বাদী হয়ে ভৈরব রেলওয়ে থানায় একটি অপমৃত্য মামলা দায়ের করেছেন বলেও জানান তিনি।

আব্দুর রহমান আরমান/আরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।