গাজীপুরে বাসচাপায় ভ্যানচালক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৪:৩২ পিএম, ২৪ মে ২০১৮

গাজীপুরে বাসচাপায় আবুল হোসেন নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে গাজীপুর মহানগরীর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তারগাছ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল হোসেন শরীয়তপুর জেলার আব্দুর রশিদ মৃধার ছেলে। তিনি গাজীপুরের দত্তপাগাড়া এলাকার টেকপাড়ায় পরিবার নিয়ে ভাড়াবাসায় থেকে ভ্যান চালিয়ে সংসার চালাতেন।

গাজীপুর ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ সুপার সালেহ উদ্দিন আহমেদ জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তারগাছ এলাকায় একটি ভ্যান লেন পরিবর্তনের সময় ঢাকাগামী স্কাই লাইন পরিবহনের একটি বাস ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক রাস্তায় ছিটকে পড়লে দ্রুতগামী বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনায় পুলিশ বাসটি আটক করতে পারলেও চালক পালিয়ে যায়।

আমিনুল ইসলাম/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।