মাদকবিরোধী অভিযানে জয়দেবপুর থানায় গ্রেফতার ৯২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৮:৩৩ পিএম, ২৫ মে ২০১৮

সারাদেশে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গাজীপুরের জয়দেবপুর থানায় গত সাত দিনে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার এবং ৯২ জন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, গত ১৯ মে থেকে ২৫ মে পর্যন্ত জয়দেবপুর থানার অধীনে বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৯২ জন মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় গ্রেফতারদের কাছ থেকে পাঁচ সহস্রাধিক ইয়াবা ট্যাবলেট, বিপুল পরিমাণ গাঁজা ও চোলাই মদ উদ্ধার করা হয়। এ সব অভিযানে ৬৭টি মামলা দায়ের করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

আমিনুল ইসলাম/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।