কিশোরগঞ্জে হরিজন পল্লীতে পুলিশের অভিযান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৪:১৯ পিএম, ২৮ মে ২০১৮

কিশোরগঞ্জ শহরের বত্রিশ এলাকায় হরিজন পল্লীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোলাই মদ ও মদ তৈরির সামগ্রী উদ্ধার করেছে পুলিশ।

কিশোরগঞ্জের পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদের নেতৃত্বে সোমবার দুপুর ১টার দিকে এ অভিযান চালায় জেলা পুলিশ।

প্রায় এক ঘণ্টা ধরে চলা অভিযানে হরিজন পল্লী থেকে বিপুল পরিমাণ চোলাই মদ, ড্রাম ও প্লাস্টিকের বোতলসহ অন্যান্য উপকরণ উদ্ধার করা হয়। পরে এগুলো ধ্বংস করা হয়। তবে অভিযানের বিষয়টি জেনে মাদকসেবীরা হরিজন পল্লী থেকে পালিয়ে যায়।

এ অভিযান অব্যাহত থাকবে জানিয়ে পুলিশ সুপার বলেন, এই পর্যন্ত কিশোরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীসহ ৪৪৫ জনকে গ্রেফতার করা হয়েছে। জেলাকে মাদকমুক্ত করতে সবার সহযোগিতা চান পুলিশ সুপার।

এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুরিশ সুপার মো. নাজমুল ইসলাম, কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুশামা মো. ইকবাল হায়াত, পরিদর্শক মো. আরিফুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নূর মোহাম্মদ/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।