ভৈরবে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশিত: ০৯:৪০ পিএম, ২৯ মে ২০১৮

কিশোরগঞ্জের ভৈরবে সাদেকপুর ইউনিয়নের মেন্দিপুর গ্রামে দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন ৩০ জন। গুরুতর আহত অবস্থায় একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- আফছর মিয়ার ছেলে বাদল মিয়া (৩৮), সুহাজ উদ্দিনের ছেলে ফেলাল মিয়া (৩৫), আলাল মিয়া (৩২), মো. বিল­ালের ছেলে সাহাজ উদ্দিন (২৮), ইলিয়াস মিয়ার স্ত্রী আমেনা বেগম (৩৩), জাহের মিয়ার ছেলে মুসলিম (৩৪), আক্কাছ মিয়ার ছেলে শান্ত (১৮)।

আহতরা বাজিতপুরে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়া গুরুতর আহত বাদল মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিৎকিসার জন্য পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মেন্দীপুর গ্রামের সড়কের মধ্যে পাইপলাইন দিয়ে বাড়ির পানি সরানোকে কেন্দ্র করে আক্তার মিয়ার বাড়ির লোকজনের সঙ্গে আক্কাছ মিয়ার বাড়ির লোকজনের সংঘর্ষ হয়। এ সময় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে ঘণ্টাব্যাপী সংঘর্ষে জড়ায়। এতে ৩০ জন আহত হয়। স্থানীয়রা আহতদের বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল হাসপাতালে ভর্তি করে।

ভৈরব থানা পুলিশের ওসি মোখলেছুর রহমান জানান, মেন্দিপুরে সংঘর্ষের খবর পেয়েছি। তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।

আসাদুজ্জামান ফারুক/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।