বাজিতপুরে বজ্রপাতে শ্রমিকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৪:২২ পিএম, ৩১ মে ২০১৮
ছবি-প্রতীকী

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় বজ্রপাতে অালামিন (২৫) নামে এক ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার হিলোচিয়া ইউনিয়নের সরিষাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত অালামিনের বাড়ি শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার চরঘুইয়াই গ্রামে। তার বাবার নাম মো. অাবদুস সালাম বরামি। বাজিতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, সরিষাপুর গ্রামে হক একদল শ্রমিক কাজ করছিল। সকাল সাড়ে ৬টার দিকে বজ্রপাতে গুরুতর অাহত হন অালামিন। বাজিতপুর উপজেলা হাসপাতালে নেয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

নূর মোহাম্মদ/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।