এবার ইউএনও’র মোবাইল নম্বর ক্লোন করে টাকা দাবি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৬:০৩ পিএম, ১১ জুন ২০১৮

এবার ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রভাংশু সোম মহানের মোবাইল নম্বর ক্লোন করে টাকা দাবি করার ঘটনা ঘটেছে। বিষয়টি জানার প্রভাংশু সোম মহান ‘উপজেলা নির্বাহী অফিসার ফরিদপুর’ নামে ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়ে সর্বসাধারণকে সতর্ক করেছেন।

এর আগে গত ১৬ মে ফরিদপুরে নেজারত ডেপুটি কালেক্ট্রর (এনডিসি) হাসান মো. হাফিজুর রহমানের মোবাইল নম্বর ক্লোন করে জেলা প্রশাসকের বাংলোর সিএ মো. ইখতিয়ার উদ্দিন ও রেকর্ড কিপার আকবর আলী বিশ্বাসকে ফোন করে টাকা চাওয়ার ঘটনা ঘটে।

এছাড়া গত ৫ জুন ভাঙ্গা উপজেলা ইউএনও কার্যালয়ের অফিস সহকারী জহুরুল ইসলাম ও গোপনীয় সহকারী পলাশ বিশ্বাসের মোবাইলে ইউএনওর মোবাইল নম্বর ক্লোন করে টাকা চাওয়া হয়।

ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রভাশু সোম মহান বলেন, গত রোববার বিকেল ৪টা থেকে ইফতারের পূর্ব পর্যন্ত আমার কার্যালয়ে কর্মরত তিন উপ-সহকারী প্রকৌশলী, তহশিলদার ও প্রশাসনিক কর্মকর্তার (যিনি সম্প্রতি বদলি হয়ে গেছেন) কাছে আমার ফোন ক্লোন করে ‘আমি খুব টাকার সংকটে আছি, টাকা পাঠান’ মর্মে টাকা চাওয়া হয়।

তিনি বলেন, যাদের কাছে ফোন করে টাকা চাওয়া হয়েছে তাদের কাছে আমার কণ্ঠস্বর পরিচিত। ফলে কেউ টাকা পাঠিয়ে প্রতারিত হননি।

ইউএনও বলেন, এ ব্যাপারে গত রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ‘উপজেলা নির্বাহী অফিসার ফরিদপুর’ ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দিয়ে সর্বসাধারণকে সতর্ক করে দিয়েছি। এছাড়া বিষয়টি মৌখিকভাবে ফরিদপুর কোতোয়ালি থানার ওসিকে জানানো হয়েছে।

আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।