ঈদ মার্কেটে ফেসবুক লাইভে মেয়েদের উত্ত্যক্ত, ৪ যুবক ধরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৬:৪২ পিএম, ১৩ জুন ২০১৮

টাঙ্গাইলে একটি ঈদ মার্কেটের সামনে মেয়েদের উত্ত্যক্ত এবং সেই দৃশ্য ফেসবুকে লাইভ করার পর অভিযান চালিয়ে চার যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বলেন, ভোরে শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।

আটকরা হলেন- তৌহিদুর রহমান রাতুল, রাকিব আলম, রবিন হাসান ও কাউছার আহমেদ। তারা দীর্ঘদিন ধরে ক্যাপসুল মার্কেটের সামনে মেয়েদেরকে উত্ত্যক্ত করে আসছে।

পুলিশ সুপার বলেন, রোববার বিকেলে শহরের ক্যাপসুল মার্কেটের সামনে এক তরুণ বন্ধুদের নিয়ে ফেসবুক লাইভে এসে কয়েক তরুণীকে অশালীন ভাষায় গালিগালাজ করে।

ওই ভিডিওটি ফেসবুকের কয়েকটি গ্রুপে শেয়ার করে করে এক তরুণী। পরে তা ভাইরাল হয়ে যায়। এরপর অভিযান চালিয়ে ওই চারজনকে আটক করে গোয়েন্দা পুলিশ।

এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।