ভৈরবে টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশিত: ০৪:৫৪ পিএম, ২৪ জুন ২০১৮

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ১৫ সদস্যের একটি নুতন কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে।

গতকাল শনিবার রাতে ভৈরবে কর্মরত টিভি সাংবাদিকদের উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি পদে আসাদুজ্জামান ফারুক (যমুনা টিভি) ও সাধারণ সম্পাদক পদে মোস্তাফিজ আমিন (এনটিভি) নির্বাচিত হন।

অন্যান্য পদের মধ্য সিনিয়র সহ-সভাপতি মো. ফজলুর রহমান (সময় টিভি), সহ-সভাপতি তুহিন মোল্লা (এটিএন বাংলা), সিনিয়র সহ- সাধারণ সম্পাদক কাজী ইসফাক আহমেদ বাবু (একুশে টিভি), সহ-সাধারণ সম্পাদক আদিল উদ্দিন (বৈশাখী টিভি), সাংগঠনিক সম্পাদক বিল­াল হোসেন মোল্লা (চ্যানেল২৪), অর্থ সম্পাদক হাজী সজীব আহমেদ (এশিয়ান টিভি), দফতর সম্পাদক জয়নাল আবেদীন রিটন (এসটিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. শাহীনুর (মাইটিভি) ও সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক খাইরুল ইসলাম সবুজ (এসএটিভি) নির্বাচিত হন।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে সত্যজিৎ দাস ধ্রুব (বাংলাভিশন), ওয়াহিদা আমিন পলি (মাছরাঙ্গা টিভি), আল আমিন টিটু (আরটিভি) ও এম আর রুবেল নির্বাচিত হন।

আসাদুজ্জামান ফারুক/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।