নির্বাচনে আছি, থাকব

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৪১ এএম, ২৬ জুন ২০১৮

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে সুষ্ঠু ভোট হবে না এমন আশঙ্কা প্রকাশ করে বিএনপি মোননীত মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার বলেছেন, নির্বাচনের আমি আছি, থাকব। এই নির্বাচনে জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।

মঙ্গলবার সকালে ৫৪ ওয়ার্ডের আউচপাড়ায় বশির উদ্দিন উদয়ন একাডেমী ভোট কেন্দ্রে ভোট দিয়ে বের হয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

‘নির্বাচন কেমন হচ্ছে’ সাংবাদিকদের এমন প্রশ্নে হাসান উদ্দিন সরকার বলেন, ৪২৫টি কেন্দ্র। ৪২৫টি কেন্দ্র ঘুরে দেখার পর আমি এ বিষয়ে মন্তব্য করবো।

তিনি বলেন, সুষ্ঠু ভোট হবে না। ইতোমধ্যে প্রায় ১০-১২টি কেন্দ্র থেকে মারপিট করে আমার এজেন্টদের বের করে দেয়া হয়েছে। অনেককে গ্রেফতার করে ফেলা হয়েছে।

তবে কোন কোন কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেয়া হয়েছে সাংবাদিকদের এমন পাল্টা প্রশ্নে তিনি বলেন, এর লিখিত তথ্য আমার কাছে নেই। বহু কেন্দ্র থেকে বের করে দিয়েছে। আমি শুধু বলবো আমি নির্বাচনে আছি থাকব, সর্বশেষ পর্যন্ত থাকব। নির্বাচনের ফলাফল দেখে আমি মন্তব্য করবো। আমি লড়ে যাব।

তিনি বলেন, জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। জনগণ যদি ফলাফল মেনে নেয়, তাহলে আমিও মেনে নেব।

তিনি অভিযোগ করে বলেন, সাদা গাড়িতে আমাদের নেতা-কর্মীদের তুলে নিয়ে যাচ্ছেন। যে কৌশলে ভোট নেয়া হচ্ছে, তাতে কতো শতাংশ ভোট হয় তা নিয়ে আমার সন্দেহ আছে। তারপরও লড়ে যাব।

এর আগে সকাল ৮টা ১২ মিনিটে আউচপাড়ায় বশির উদ্দিন উদয়ন একাডেমী ভোট কেন্দ্রে ভোট দিতে আসেন হাসান উদ্দিন সরকার। আর ভোট দিয়ে তিনি ৮টা ২৪ মিনিটে ভোট কেন্দ্র থেকে বেরিয়ে আসেন।

এমএএস/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।