বাসাইল পৌরসভা নির্বাচনে ৬টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৬:৫৪ পিএম, ২৯ জুন ২০১৮

টাঙ্গাইলের বাসাইল পৌরসভা নির্বাচন আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ১০টি কেন্দ্রের মধ্যে ৬টি কেন্দ্রকেই গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ নির্বাচনের ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে বাসাইল উত্তরপাড়া মনিরুল উলুম হাফিজিয়া মাদরাসা, বালিনা খোরশেদ ফজিলাতুন দাখিল মাদরাসা, বাসাইল দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্রাক্ষণপাড়িল সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাসাইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাসাইল এমদাদ হামিদা ডিগ্রি কলেজ।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ ও বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তম প্রতিষ্ঠিত দল কৃষকশ্রমিক জনতালীগের উপজেলা শাখার সভাপতি রাহাত হাসান টিপু। এদিকে কেন্দ্রীয় বিএনপির নীতি নির্ধারকের পক্ষ থেকে বিএনপির প্রার্থী এনামুল করিম অটলকে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিলেও তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াননি।

এবারের নির্বাচনে মেয়র পদে ৩ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৭ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তবে এ কেন্দ্রগুলোতে বিশেষ ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন টাঙ্গাইলের পুলিশ সুপার (এসপি) সঞ্জিত কুমার রায়। পুলিশের পক্ষ থেকে নির্বাচন শান্তিপূর্ণ করার লক্ষে ইতোমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, পৌরসভার ১০টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৪০০। এর মধ্যে নারী ভোটার ৮ হাজার ৪৭৫ জন এবং পুরুষ ভোটার ৭ হাজার ৯২৫ জন।

আরিফ উর রহমান টগর/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।