বাসাইল পৌরসভা নির্বাচনে আ.লীগের প্রার্থী জয়ী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ১০:০১ পিএম, ৩০ জুন ২০১৮

টাঙ্গাইলের বাসাইল পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নৌকা প্রতীকে আব্দুর রহিম আহমেদ বেসরকারি ফলাফলে নির্বাচিত হয়েছেন।

তিনি পেয়েছেন ৪ হাজার ৭৭১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী ধানের শীষ প্রতীকে এনামুল করিম অটল পেয়েছেন ৩ হাজার ৯৪৫ ভোট এবং কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী গামছা প্রতীকে রাহাত হাসান টিপু পেয়েছেন ৩ হাজার ৭৯৪ ভোট।

এর আগে শনিবার সকালে বাসাইল পৌরসভার নির্বাচন শুরু হয়। সকাল ৮টা থেকে শুরু হয়ে একটানা বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।

নির্বাচনে মেয়র পদে তিনজন, সাধারণ কাউন্সিলর পদে ৩৭ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

মেয়র পদে আওয়ামী লীগ থেকে মুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ, কৃষক শ্রমিক জনতালীগ থেকে রাহাত হাসান টিপু ও বিএনপি থেকে এনামুল করিম অটল প্রতিদ্বন্দ্বিতা করেছেন। কেন্দ্রীয় বিএনপি থেকে অবশ্য এনামুল করিম অটলের প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা দিয়ে কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী রাহাত হাসান টিপুকে সমর্থন দেয়া হয়েছিল। তবে অটল নির্বাচন থেকে সরে দাঁড়াননি।

এ প্রসঙ্গে নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ১০টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রিসাইডিং অফিসার হিসেবে ১০ জন, সহকারী প্রিসাইডিং অফিসার হিসেবে ৫৩ জন ও পোলিং অফিসার হিসেবে ১০৬ জন দায়িত্ব পালন করেছেন।

আরিফ উর রহমান টগর/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।