যুবকের মৃত্যু নিয়ে ধূম্রজাল
ফরিদপুরের সদরপুর উপজেলায় কুদ্দুস মৃধা (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি কৃষ্ণপুর ইউনিয়নের দড়িকৃষ্ণপুর গ্রামের আমির মৃধার ছেলে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কৃষ্ণপুর ইউনিয়নের দড়িকৃষ্ণপুর গ্রাম থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহতের ছোট ভাই গিয়াস মৃধা ও মা মাজু খাতুনসহ অন্যদের থানায় আনা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে বলে জানায় পুলিশ।
নিহতের ভাই গিয়াস মৃধা সাংবাদিকদের জানান, বুধবার রাত ৩টার দিকে কুদ্দুস মৃধা ও তার স্ত্রী ফাহিমা বেগমের সঙ্গে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে কুদ্দুস তার স্ত্রী ফাহিমা বেগমকে মারধর করেন। ওই সময় স্ত্রী ফাহিমার চিৎকারে আমাদের ঘুম ভেঙে গেলে আমরা এগিয়ে আসি। ওই সময় কুদ্দুস দৌঁড়ে পালানোর চেষ্টা করলে বাড়ির পাশে থাকা একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয়। কিছু সময় পরই মারা যায় কুদ্দুস। নিহত কুদ্দুস মৃধা কৃষিকাজ করতো।
সদরপুর থানার পরিদর্শক (তদন্ত) সুব্রত গোলদার জানান, মরদেহ উদ্ধার করে প্রাথমিক তদন্ত শেষে ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো করা হয়েছে। নিহতের পেছনে কোনো অভ্যন্তরীন বিষয় রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
তিনি আরও জানান, নিহতের ভাইসহ পরিবারের অন্যদের থানায় আনা হয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ চলছে।
আরএ/জেআইএম