পাবনায় সড়কে যুবকের মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ০৯:৫৮ এএম, ০৭ জুলাই ২০১৮

পাবনার চাটমোহরে অজ্ঞাত পরিচয় এক যুবকের (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ভোরে উপজেলার গুনাইগাছা ইউনিয়নের জাবরকোল এলাকায় চাটমোহর-মান্নান নগর সড়কের ওপর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ওই যুবকের পরণে চেক লুঙ্গি ও খয়েরি রঙয়ের হাফ হাতা শার্ট রয়েছে। স্থানীয়রা রাস্তার ওপর রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

গুনাইগাছা ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মোতালেব হোসেন জানান, অজ্ঞাত ওই যুবক মানসিক প্রতিবন্ধী (পাগল)। বেশ কিছুদিন ধরে সে জাবরকোল এলাকায় ঘোরাঘুরি করতো। শুক্রবার বিকেলে স্থানীয় এক বিয়ে বাড়িতে খাবার খাওয়ার সময় তার সঙ্গে দেখা হয়েছিল। সম্ভবত কোনো গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়েছে।

এ ব্যাপারে চাটমোহর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শরিফুল ইসলাম বলেন, মাথায় ও হাতে আঘাতের চিহ্ন দেখে প্রাথমিকভাবে মনে হচ্ছে রাস্তা পার হওয়ার সময় কোনো গাড়ি তাকে ধাক্কা দিয়েছে। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

একে জামান/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।