বগুড়ায় দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৬:১৯ পিএম, ১০ জুলাই ২০১৮
ছবি-প্রতীকী

বগুড়ার শেরপুর উপজেলায় দুই মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। মঙ্গলবার দুপুরে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ধর্মোকাম হাওয়াখানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রতন হোসেন জানান, বগুড়া থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাকের সংঘর্ষ হয়। সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হয়।

পরে উভয় ট্রাকের চালক ও চালকের সহকারীসহ অন্যদের উদ্ধার করে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়

লিমন বাসার/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।