কাশিমপুর কারা ফটকে জাল টাকাসহ নারী আটক
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারা কমপ্লেক্সের মূল ফটকে থেকে সাড়ে ৮৬ হাজার সমমানের জাল টাকাসহ শনিবার দুপুরে এক নারীকে আটক করে পুলিশে দিয়েছে কারা কর্তৃপক্ষ।
আটক শিউলী বেগম (২৭) বরগুনার ফেরদৌস মিয়ার স্ত্রী এবং পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিকবাড়ি এলাকার মৃত আফতাব উদ্দিনের মেয়ে। তিনি গাজীপুর মহানগরীর মাস্টারবাড়ি এলাকায় সপরিবারে বাসা ভাড়া থাকতেন।
কাশিমপুর কেন্দ্রীয় হাইসিকিউরিটি কারাগারের ডেপুটি জেলার আলী আফজাল জানান, শিউলির বড় ভাই আব্দুর রহিম (৩৩) ঢাকার খিলগাঁও থানার জাল টাকার মামলায় গ্রেফতার হয়ে কাশিমপুর কারাগার-২ এ বন্দি রয়েছেন।
শনিবার দুপুর ১২টার দিকে শিউলি বেগম ভাই আব্দুর রহিমের সঙ্গে দেখা করতে আসেন। এ সময় কারাগারের মূল ফটকের নারী কারারক্ষীরা তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশিকালে ৪২টি ১০০০ এবং ৮৯ টি ৫০০ টাকার জাল নোট পায়। পরে তাকে আটক করে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়ে শিউলি বেগমকে জয়দেবপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের জেল সুপার মো. শাহজাহান জানান, কারাবন্দি রহিমের এক শ্যালিকা ওই টাকাগুলো শিউলীকে দিয়েছে। টাকাগুলো জাল মনে হওয়ায় শিউলী শনিবার দুপুরে টাকাগুলো ব্যাগে ভরে নিয়ে ভাই রহিমকে দেখাতে কারাগারে যাচ্ছিলেন। কারাগার ঢোকার আগে কারা ফটকে তল্লাশি করার সময় কারারক্ষীরা তার কাছে ওই টাকা পেয়ে পুলিশকে জানায়।
জয়দেবপুর থানার কোনাবাড়ি পুলিশ ক্যাম্পের এএসআই মো. আকরাম হোসেন জানান, শিউলী বেগমের কাছে ৮৬ হাজার ৫০০ জাল টাকার জাল নোটসহ কারা কর্তৃপক্ষ আটক করে। এ ব্যাপারে জয়দেবপুর থানায় মামলা হয়েছে।
মো. আমিনুল ইসলাম/এএম/জেআইএম