চালকের আসনে বসা লাশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৮:৪৩ পিএম, ১৪ জুলাই ২০১৮

কিশোরগঞ্জে সদরে পিকআপভ্যানে চালকের আসনে বসা অবস্থায় জামাল মিয়া (৫৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তার পেটে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

শনিবার বড়পুল বিএডিসি পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত জামাল মিয়া পার্শ্ববর্তী ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার রাজগাতি গ্রামের আবদুল হেলিমের ছেলে।

কিশোরগঞ্জ মডেল থানা সূত্রে জানা গেছে, ওই ব্যক্তির লাশ চালকের আসনে বসা ছিল। তার পেটে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। তবে কেন বা কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা জানা যায়নি।

কিশোরগঞ্জ মডেল থানা পুলিশের ওসি আবু শামা মো. ইকবাল হায়াত বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।