গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৪:১৪ পিএম, ২০ জুলাই ২০১৮
প্রতীকী ছবি

গাজীপুরে বহুতল ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এতে আরও দুই শ্রমিক আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করেছে।

নিহতরা হলেন- কুড়িগ্রামের কাচাকাটা থানার ঢাকডহর গ্রামের মৃত দেয়ানত উল্লাহর ছেলে ইয়াকুব আলী (৪৮) ও একই থানার নারায়নপুর এলাকার আজিম উদ্দিনের ছেলে নূর ইসলাম (৪২)। আহত দুইজনের নাম-পরিচয় পাওয়া যায়নি। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জয়দেবপুর থানা পুলিশের এসআই আল আমিন জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের সরকারি মহিলা কলেজ সংলগ্ন আবেদ প্লাজা নামক একটি নির্মাণাধীন ভবনের সাত তলার ছাদে কাজ করছিলেন কয়েকজন নির্মাণ শ্রমিক। ছাদে পানি আটকে ভবনের বিভিন্ন অংশে পানি দেয়ার সময় বিদ্যুতের তারের লিকেজ থেকে চারজন বিদ্যুৎস্পৃষ্ট হন। অন্য সহকর্মীরা তাদেরকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। অপর দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

তিনি আরও জানান, খবর পেয়ে রাতে মরদেহ উদ্ধার করে তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জয়দেবপুর থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

আমনিুল ইসলাম/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।