নদীতেই মিললো নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৫:০৮ পিএম, ২৩ জুলাই ২০১৮

দিনাজপুরের ফুলবাড়ীতে নদীতে গোসলে নেমে নিখোঁজের একদিন পর ছোটন বাবু (১০) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের অম্রবাড়ী গ্রামের ছোট যমুনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ছোটন বাবু অম্রবাড়ী গ্রামের মঞ্জুরুল হকের ছেলে এবং অম্রবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।

ছোটন বাবুর বাবা মঞ্জুরুল হক জানান, ছোটন তিন দিন আগে তার নানাবাড়ি চকচকায় বেড়াতে যায়। রোববার দুপুরে সে ছোট যমুনা নদীতে গোসল করতে নামে। এরপর আর তাকে খুঁজে পাওয়া যায়নি। সোমবার সকাল ৮টার দিকে অম্রবাড়ী ঘাটে মাছ মারতে গিয়ে ছোটনের মরদেহ দেখতে পায় লোকজন। পরে পুলিশি এসে মরদেহটি উদ্ধার করে।

ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম হাবিব বিষয়টি নিশ্চিত করেছেন।

এমদাদুল হক মিলন/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।