চাচার ইটের আঘাতে ভাতিজা নিহত

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশিত: ০৩:৪৯ পিএম, ২৫ জুলাই ২০১৮
ছবি-ফাইল

কিশোরগঞ্জের ভৈরবে চাচার ইটের আঘাতে ভাতিজা আব্দুল হামিদ (৫০) নিহত হয়েছেন। বুধবার সকাল ৯টার দিকে স্থানীয় আল-শেফা হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত আব্দুল হামিদ ভৈরব উপজেলার রসুলপুর গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে। তার চাচার নাম হেলাল উদ্দিন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার আব্দুল হামিদ তার নিজ বাড়িতে গাছ লাগানোর সময় তার চাচা হেলাল উদ্দিন বাধা দেয়। এ সময় গাছ লাগানোকে কেন্দ্র করে দুইজনের মধ্য কথা কাটাকাটির এক পর্যায়ে চাচা ইট দিয়ে আব্দুল হামিদের মাথায় আঘাত করে। এ সময় তাকে মুমূর্ষু অবস্থায় ভৈরব উপজেলা হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তার মাথায় ১১টি সেলাই দেন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য বাজিতপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়া। গত ২৩ জুলাই বাজিতপুর থেকে তাকে এনে স্থানীয় আল-শেফা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করলে আজ সকালে তার মৃত্যু হয়।

ভৈরব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেছুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে।

আসাদুজ্জামান ফারুক/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।