কটিয়াদীতে মোটরসাইকেল আরোহী চার কিশোর নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ১১:২২ পিএম, ২৫ জুলাই ২০১৮

কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী চার কিশোর নিহত হয়েছে। বুধবার রাত ১০টার দিকে কটিয়াদী পৌরসভার বোয়ালিয়া ইউনিয়নের দড়িচরিয়াকোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- কটিয়াদী পৌরসভার চারিয়া গ্রামের মনিরুজ্জামানের ছেলে সাব্বির হোসেন (১৭), আয়াত উল্লাহর ছেলে মাসুম (১৫), কামাল হোসেনের ছেলে দীপু আহমেদ (১৭) ও নজরুল ইসলামের ছেলে অন্তর আলী (১৫)।

নিহতদের মধ্যে সাব্বির ও দিপু বোয়ালিয়া কলেজের এইচএসসি প্রথম বর্ষ এবং মাসুম ও অন্তর বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির রাব্বানী জানান, রাতে কটিয়াদী থেকে একই মোটরসাইকেলে চড়ে বাড়ি যাচ্ছিল চার কিশোর। পথে দড়িচরিয়াকোনা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলটি নিচে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই মারা যায় তিনজন। আহত অন্তরকে উদ্ধার করে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

নূর মোহাম্মদ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।