স্কুলছাত্রীর শ্লীলতাহানির প্রতিবাদে টাঙ্গাইলে সড়ক অবরোধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৭:৫১ পিএম, ২৯ জুলাই ২০১৮

টাঙ্গাইলের ঘাটাইলে ধর্মীয় বিষয়ের শিক্ষক মো. এনামুল হকের হাতে স্কুলছাত্রীর শ্লীলতাহানির ঘটনার প্রতিবাদে দুই ঘণ্টা টাঙ্গাইল-ময়মনসিংহ সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।

রোববার দুপুরে ঘাটাইল এসই বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ঘাটাইল কলেজ মোড় চত্বরে এ কর্মসূচি পালন করে। শ্লীলতাহানির শিকার কিশোরী ঘাটাইল এসই বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির যমুনা শাখার ছাত্রী। অভিযুক্ত এনামুল হক উপজেলার এসই বালিকা উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় বিষয়ের শিক্ষক।

পুলিশ ও শিক্ষার্থীরা জানায়, শিক্ষক এনামুল স্থানীয় এম এ হাসান কোচিং সেন্টারেও পড়ায়। ভুক্তভোগী ছাত্রী ওই কোচিং সেন্টারে এনামুলের তত্ত্বাবধানে পড়ত। শিক্ষক এনামুল তাকে মাঝেমধ্যে কুপ্রস্তাব দিত। গত ২৫ জুলাই শিক্ষক এনামুল কোচিংয়ে ছাত্রীকে একা পেয়ে শ্লীলতাহানি করে। ছাত্রী বিষয়টি বাবা-মাকে জানালে তারা ২৬ জুলাই স্কুল কর্তৃপক্ষকে জানায়। এরই প্রতিবাদে রোববার দুই ঘণ্টা টাঙ্গাইল-ময়মনসিংহ সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। অবরোধকারীরা অভিযুক্ত শিক্ষককে বিদ্যালয় থেকে বহিষ্কারসহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে। পরে স্থানীয় প্রশাসন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টান্তমূলক বিচারের আশ্বাস দেয়ায় অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বুলবুলি বেগম বলেন, বিষয়টি জানার পর ২৬ জুলাই ছাত্রীর বাড়িতে যাই এবং তাদের অভিযোগ দিতে বলি। ছাত্রীটির অভিভাবক গত শনিবার লিখিত অভিযোগ দিলে শিক্ষক এনামুল হককে কারণ দর্শানোর নোটিশ দিয়ে তিনদিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। এছাড়া তাকে পাঠদান থেকে বিরত রাখা হয়েছে।

এ প্রসঙ্গে ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা আহমেদ বলেন, বিষয়টি আমি আজই অবগত হয়েছি। বিষয়টি তদন্তের জন্য ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি ৫ কার্যদিবসের মধ্যে তাদের প্রতিবেদন পেশ করবেন। তদন্ত রিপোর্টের প্রেক্ষিতে অভিযুক্ত শিক্ষককের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরিফ উর রহমান টগর/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।