নোয়াখালীতে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
নোয়াখালীর সোনাইমুড়ীতে মিলন সরকার (৩৬) নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দৃর্বত্তরা। শনিবার রাত সোয়া ১টার সময় উপজেলার দেওটি ইউনিয়নের দেওটি গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত মিলন সরকার স্থানীয় মুহুরীগঞ্জ বাজারে ডেকোরেটরের ব্যবসা করতেন। তিনি ইউনিয়ন যুবলীগের দফতর সম্পাদক ছিলেন। তিনি ছারেং বাড়ির নাদরেরুজ্জামানের ছেলে।
সোনাইমুড়ী থানার ওসি (তদন্ত) জয়দেব ও স্থানীয় এলাকাবাসী জানায়, রাতে মিলন বাড়ির পাশে মাছ শিকার করতে বের হলে দুর্বৃত্তরা ধারোলো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে ফেলে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের লাশের সুরতাহাল করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করে।
এদিকে নিহতের আত্মীয়-স্বজনা জানান তিনি রাজনীতির পাশাপাপাশি মুহুরীগঞ্জ বাজারে ডেকোরেটরের ব্যবসা করতেন। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা সুনির্দিষ্টভাবে না বলতে পারলেও বাজারে দোকানের জায়গা-জমি নিয়ে প্রতিপক্ষের সাথে দীর্ঘ দিন বিরোধ ছিলো বলে জানেয়েছেন তারা। মিলন এক ছেলে ও দুই মেয়ের জনক।
মিজানুর রহমান/এআরএস