মির্জাপুরে চালকদের লাইসেন্স দেখলেন মেডিকেল শিক্ষার্থীরা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মির্জাপুর (টাঙ্গাইল)
প্রকাশিত: ০৮:১৯ পিএম, ০২ আগস্ট ২০১৮

ঢাকায় বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের ছাত্রীরা র‌্যালি ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। সেই সঙ্গে চালকদের লাইসেন্স দেখলেন মেডিকেলের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার বিকেলে মেডিকেল কলেজের ছাত্রীরা নিরাপদ সড়কের দাবিতে হাসপাতাল ক্যাম্পাসে র‌্যালি ও হাসপাতাল রোডে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

Mirzapur-Student

বিকেলে কলেজ ক্যাম্পাস থেকে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ক্যাম্পাস চত্বর ঘুরে হাসপাতাল রোডে প্রায় এক ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে। এ সময় ছাত্রীদের হাতে বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড দেখা যায়।

মানববন্ধন চলাকালে মেডিকেল কলেজের ছাত্রীরা নিরাপদ সড়কের দাবিতে বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন। মানববন্ধন চলাকালীন হাসপাতাল রোডে চলাচলরত গাড়ি ও মোটরসাইকেলের কাগজপত্র এবং চালকদের ড্রাইভিং লাইসেন্স দেখেন শিক্ষার্থীরা। যেসব মোটরসাইকেল চালকের মাথায় হেলমেট নেই তাদের হেলমেট ব্যবহারের পরামর্শ দেন তারা।

এস এম এরশাদ/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।