কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০২:৫৯ পিএম, ০৬ আগস্ট ২০১৮

কিশোরগঞ্জ-২ আসনের আওয়ামী লীগের এমপি অ্যাড মো. সোহরাব উদ্দিনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক দাবি করে এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল, মানবন্ধন ও সংবাদ সম্মেলন করেছে পাকুন্দিয়া উপজেলার মুক্তিযোদ্ধারা।

সোমবার দুপুরে পাকুন্দিয়া উপজেলা পরিষদের সামনের রাস্তায় বিক্ষোভ মিছিল ও মাববন্ধন কর্মসূচি পালন করে তারা। এতে উপজেলার শত শত মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ নেন।

Humanchain-Pic

পরে পাকুন্দিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পড়ে শুনান- মুক্তিযোদ্ধা ইমাম হোসাইন শাহ। লিখিত বক্তব্যে বলা হয়, অভিযোগকারী মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী একজন খারাপ প্রকৃতির লোক। তার অপকর্মে বাধা দেয়ায় তিনি এমপি সোহরাব উদ্দিনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেন। তার বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও সংবাদ সম্মেলন থেকে জানানো হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মুক্তিযোদ্ধা মির্জা আলী, মোস্তাফিজুর রহমান করিম, ইউনুস আলী রঙ্গু মিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোতায়েম হোসন স্বপন, নারান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম প্রমুখ।

Humanchain-Pic

প্রসঙ্গত, গত ২ আগস্ট কিশোরগঞ্জে সংবাদ সম্মেলন করে কিশোরগঞ্জ-২ আসনের এমপি অ্যাড. মো. সোহরাব উদ্দিন ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে জড়িত ছিলেন বলে অভিযোগ করেন।

নূর মোহাম্মদ/আরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।