নোয়াখালীতে পুকুরে ডুবে ভাই-বোনের মুত্যু


প্রকাশিত: ০৯:৫৫ এএম, ০৮ আগস্ট ২০১৫

নোয়াখালীর সোনাইমুড়ীতে নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, সোনাইমুড়ী উপজেলার শিমুলিয়া গ্রামের পাটুরিয়া বাড়ির নজরুল ইসললামের মেয়ে নোসু আক্তার (৮) এবং ছেলে ইমান (৫)।

স্বজনদের বেগমগঞ্জ ১০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল আফিসার (আরএমও) অসিম কুমার দাস জানান, দুপুর ১২টার দিকে বগাদিয়া গ্রামে নানার বাড়ির পুকুরে ভাসমান অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয়।

পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক ওই দুই শিশুকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য স্বজনদের পরামর্শ দেয়া হয়। এরপর স্বজনরা শিশুদের নোয়াখালী জেনারেল হাসপাতালে না নিয়ে অপেক্ষাকৃত কাছে চৌমুহনীতে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে চিকিৎসকরা তাদের গ্রহণ করতে অপারগতা প্রকাশ করেন। এরপর বেগমগঞ্জ হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়।

সোনাইমুড়ি পৌরসভার মেয়র মোতাহার হোসেন মানিক জানান, শিমুলিয়া গ্রামে নজরুল ইসলামের বাড়িঘর পানিতে নিমজ্জিত থাকায় কয়েক দিন আগে দুই শিশু সন্তানকে নিয়ে পরিবারটি বগাদিয়া গ্রামের গিয়াস উদ্দিনের বাড়িতে গিয়ে আশ্রয় নেয়।

সোনাইমুড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী হানিফুল ইসলাম জানান, মরদেহ শিমুলিয়া গ্রামে তাদের নিজ বাড়িতে নিয়ে যাওয়া হযেছে।

মিজানু রহমান/এআরএ/আরআইপি


পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।