পুলিশের তাড়া খেয়ে যুবকের মৃত্যুর অভিযোগ
ভৈরবে পুলিশের তাড়া খেয়ে দৌড়ে পালাতে গিয়ে গর্তে পড়ে সোহেল ভূইয়া (৩৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার গজারিয়া ইউপি পরিষদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। মৃত সোহেল ভূইয়া ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদি গ্রামের আবদুল লতিফ ভূইয়ার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, একদল জুয়াড়ি গজারিয়া এলাকায় জুয়া খেলছে বলে এলাকার চেয়ারম্যান গোলাম সারোয়ার থানার ওসিকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গেলে জুয়াড়িরা দৌড়ে পালিয়ে যাওয়ার সময় সোহেল ভূইয়া একটি গর্তে পড়ে যায়। এ সময় পুলিশ তাকে গর্ত থেকে তুলে গ্রাম পুলিশ দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। বাসায় পৌঁছার কিছুক্ষণ পর রাত সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।
সোহেল ভূইয়ার পরিবারের অভিযোগ, সোহেল হৃদরোগের রোগী ছিলেন। পুলিশ তাকে ধরে মারধর করেছে। ফলে তার মৃত্যু হয়েছে।
ভৈরব থানা পুলিশের ওসি মো. মোখলেছুর রহমান বলেন, ওই এলাকার চেয়ারম্যানের অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে পুলিশ পাঠালে জুয়াড়িরা দৌড়ে পালানোর সময় ওই যুবক গর্তে পড়ে আহত হয়। পরে তাকে গ্রাম পুলিশের সদস্যরা গর্ত থেকে তুলে বাড়িতে পৌঁছে দেয়। এর কিছুক্ষণ পরে ওই যুবক মারা যায়। পুলিশের লাঠিপেটাতে তার মৃত্যু হয়েছে পরিবারের এমন অভিযোগ সঠিক নয়।
আসাদুজ্জামান ফারুক/এএম/এমএস