নৃত্যগুরু আব্দুস সামাদ পলাশ আর নেই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বগুড়া
প্রকাশিত: ০৯:৫২ এএম, ০৯ আগস্ট ২০১৮

‘শরীরের অঙ্গভঙ্গীর মাধ্যমে আমরা যা প্রকাশ করি তাকেই নৃত্য বলে। নৃত্যে যেমন আছে সুখের উল্লাস তেমনি আছে বেদনার হাহাকার। আমার দৃষ্টিতে নৃত্যে যেমন আছে দ্রোহ তেমনি আছে প্রেম। আমার দৃষ্টিতে নৃত্যে যেমন আছে দেশ প্রেম, তেমনি আছে মানব প্রেম। আর এসব কিছু গ্রহণ করেছি বলেই আজকের এই আমি। নৃত্যই আমার ধ্যান জ্ঞান। যতদিন বাঁচব এ সাধনা করে যাব।’ নৃত্যগুরু আব্দুস সামাদ পলাশের এই লেখা প্রকাশ হয়েছিল ২০১৫ সালের একটি পত্রিকায়।

আব্দুস সামাদ পলাশ বগুড়াকে শুধু দেশে নয় বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে তুলে ধরেছেন তার কর্মের মাধ্যমে। আজ সেই পলাশ আর নেই। বুধবার রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়েছে। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত ছিলেন।

ওয়ার্ল্ড ডান্স অ্যালায়েন্স বাংলাদেশ কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য এবং বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা বগুড়া জেলা শাখা ও আমরা ক’জন শিল্পী গোষ্ঠী’র সভাপতি আব্দুস সামাদ পলাশ অসুস্থ অবস্থায় মঙ্গলবার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানেই বুধবার রাতে ইন্তেকাল করেন তিনি।

বৃহস্পতিবার বাদ জোহর আলতাফুন্নেছা খেলার মাঠে মরহুমের জানাজা শেষে নামাজগড় কবরস্থানে মরদেহ দাফন সম্পন্ন হবে বলে জানিয়েছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের দফতর সম্পাদক এইচ আলিম।

আব্দুস সামাদ পলাশের ইন্তেকালে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন বিরোধী দলীয় হুইপ নুরুল ইসলাম ওমর, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না, সাধারণ সম্পাদক সাঈদ সিদ্দিকী, সংস্কৃতজন সাদেকুর রহমান সুজন, আতিকুর রহমান মিঠু, এবিএম জিয়াউল হক বাবলা, রাকিবুল হাসান জুয়েল ও ইসলাম রফিক প্রমুখ।

লিমন বাসার/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।