ভৈরবে ট্রেনে কাটা পড়ে নববধূ নিহত

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশিত: ০৮:০৫ পিএম, ১০ আগস্ট ২০১৮
প্রতীকী ছবি

কিশোরগঞ্জের ভৈরবে ট্রেনে কাটা পড়ে সোনালী বেগম নামে এক নববধূ নিহত হয়েছেন। শুক্রবার বিকেল সন্ধ্যায় ভৈরব রেলওয়ে মেঘনা সেতুর কাছ থেকে তার ওই নববধূর মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত সোনালী বেগম কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার খুদিজঙ্গল গ্রামের সবুজ মিয়ার মেয়ে।

রেলওয়ে পুলিশ জানিয়েছে, মরদেহের সঙ্গে এফিডেফিটের একটি কপি ছবিসহ পাওয়া গেছে। এফিডেফিটে দেখা গেছে, গত ৮ আগস্ট কুমিল্লার নোটারি পাবলিকে তার বিয়ে হয়েছে। স্বামীর বাড়ি নাটোরের নলডাঙ্গা এলাকায় এবং স্বামীর নাম জুয়েল।

ভৈরব রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ জানান, কখন কীভাবে মেয়েটি ট্রেনে কাটা পড়লো কেউ বলতে পারছে না। তবে তার এফিডেফিটে বাবার নাম ও স্বামীর নাম লেখা থাকায় পরিচয় মিলেছে।

ওসি বলেন, মরদেহ উদ্ধারের পর আমি সোনালীর বাবার সঙ্গে মোবাইলে কথা বলেছি। তিনি পরিচয় স্বীকার করলেও মেয়েকে চরিত্রহীন উল্লেখ করে মরদেহ গ্রহণে অস্বীকৃতি জানান।

আসাদুজ্জামান ফারুক/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।