নৌকা থেকে পড়ে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৫:০১ পিএম, ১৪ আগস্ট ২০১৮

কিশোরগঞ্জের মিঠামইনে নদীতে মাছ ধরতে গিয়ে নৌকা থেকে পড়ে নিখোঁজ হওয়া জেলে আনছার আলী (৫৫) মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সকালে ঘাগড়া এলাকার শুকুরমূল খাল থেকে স্থানীয়রা ওই জেলের মরদেহ উদ্ধার করে। এর আগে সোমবার সকালে তিনি নিখোঁজ হন।

নিহত আনছার আলী মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের শেখেরহাটি গ্রামের লাল মিয়ার ছেলে।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে ঘাগড়া ইউননিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মুছলেহ উদ্দিন জানান, মিঠামইন উপজেলার শেখেরহাটি গ্রামের আনছার আলী সোমবার সকালে একটি ডিঙি নৌকা নিয়ে হাটুরিয়া নদীতে মাছ ধরতে যায়। এ সময় নৌকা থেকে নদীতে পড়ে গিয়ে তিনি নিখোঁজ হন। পরে স্থানীয়রা মঙ্গলবার সকালে নদী সংলগ্ন শুকুরমূল খালে পানিতে ভাসমান অবস্থায় ওই মৎস্যজীবীর মরদেহ দেখে উদ্ধার করে।

নূর মোহাম্মদ /আরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।