আইভি রহমানের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশিত: ০২:৫৪ পিএম, ২৪ আগস্ট ২০১৮

প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের স্ত্রী ও মহিলা আওয়ামী লীগের সভাপতি আইভি রহমানের ১৪তম মৃত্যুবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।

শুক্রবার তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকার গুলশানস্থ কনকর্ড টাওয়ারের বাসাসহ স্বামীর বাসা ভৈরবে নানা কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল বনানীতে আইভি রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ, কোরআনখানি, মিলাদ ও আলোচনা সভা।

আইভি রহমানের গুলশানের বাসভবনে প্রয়াত মো. জিল্লুর রহমান, আইভি রহমান এবং ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সকালে আওয়ামী লীগ ও এর সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনের পক্ষ থেকে বনানী কবরস্থানে আইভি রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

এছাড়া আইভি রহমানের পৈতৃক নিবাস ও শ্বশুরবাড়ি ভৈরবে কর্মসূচির মধ্যে ছিল জিল্লুর রহমানের ভৈরবপুর শহরের বাসায় মিলাদ ও কোরআনখানি। সকালে ভৈরব বাসস্ট্যান্ডে মরহুমার তোরণে পুষ্পমাল্য অর্পণ করেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা।

বিকেলে ভৈরব উপজেলা আওয়ামী লীগ অফিসে মিলাদ, দোয়াসহ এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা মরহুমার জীবনী নিয়ে আলোচনা করেন। পাশাপাশি তার বাবার বাড়ি ভৈরবের চণ্ডিবের বাসায় সকালে মিলাদ পড়ানো হয়।

২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় মহিলা আওয়ামী লীগের সভাপতি আইভি রহমান গুরুতর আহত হন। ২৪ আগস্ট সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি মারা যান। ওই গ্রেনেড হামলায় তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা অল্পের জন্য প্রাণে বেঁচে যান।

আসাদুজ্জামান ফারুক/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।