১৭৯ বস্তা ভিজিএফ ও ভিজিডির চাল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৬:০৯ পিএম, ২৭ আগস্ট ২০১৮
ফাইল ছবি

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার এক ব্যবসায়ীর চালকল গুদাম থেকে ১৭৯ বস্তা ভিজিএফ ও ভিজিডির চাল উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে সোমবার দুপুরে কাহালু থানায় মামলা দায়ের করা হয়েছে।

এর আগে দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেন ও কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত রহমান গোপন সূত্রে খবর পেয়ে রোববার রাত দেড়টায় অভিযান চালিয়ে চালগুলো উদ্ধার করা হয়। এ সময় চালকল মালিকের ভাই দুলাল হোসেনকে (৩০) আটক করা হয়েছে।

দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেন বলেন, অভিযুক্ত চালকল মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত চালগুলো আপাতত থানা হেফাজতে রাখা হয়েছে।

এলাকাবাসী জানান, দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌরসভার ৮নং ওয়ার্ডের খাড়িয়া নিশিন্দারা পুগইল গ্রামের কোরবান আলীর ছেলে রেজাউল করিম নান্নুর শিশির চালকল নামে একটি প্রতিষ্ঠান আছে। তিনি ওই চালকলের গুদামে ভিজিএফের ৫০ কেজি করে ১০০ বস্তা ও ভিজিডির ৩০ কেজি করে ৭৯ বস্তা চাল মজুদ করেন। রোববার রাতে গোপনে খবর পেয়ে কাহালু ও দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এইচএম আশরাফুল আরেফিন পুলিশ নিয়ে ওই গুদামে অভিযান চালান।

লিমন বাসার/ আরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।