রাজবাড়ীতে ফের পদ্মা তীরের প্রতিরক্ষা বাঁধে ধস

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ১০:০০ এএম, ০৫ সেপ্টেম্বর ২০১৮

রাজবাড়ী সদর উপজেলায় পদ্মা নদীর তীর প্রতিরক্ষা বাঁধের প্রায় ৫০ মিটার এলাকা ভেঙে ফের নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

মঙ্গলবার রাত ৮টার দিকে মিজানপুর ইউনিয়নের ধুনচী গোদার বাজার এলাকার অবকাশ কেন্দ্র ‘বন্ধন’র পাশের নদীর তীর প্রতিরক্ষা বাঁধের সোলিং ও ব্লক নদীতে ধসে যায়।

এতে হুমকির মুখে পড়তে যাচ্ছে যশোর সেনানিবাসের ৫৫ পদাতিক ডিভিশন কর্তৃক নির্মিত অবকাশ কেন্দ্র ‘বন্ধন’ ও এনএলজি ইট ভাটা। এছাড়া ভাঙন আতঙ্ক দেখা দিয়েছে স্থানীয়দের মাঝে।

এর আগে গত ২৬ আগস্ট গোদার বাজার এলাকার এনএলজি ইটভাটা সংলগ্ন এলাকায় একইভাবে নদীর তীর প্রতিরক্ষা বাঁধের প্রায় ৫০ মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যায়, যা রক্ষায় বালুর বস্তা ফেলার কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড।

রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী প্রকাশ কৃষ্ণ সরকার জানান, এনজিএল ইটভাটা সংলগ্ন এলাকার ভাঙন প্রতিরোধে বালু ভর্তি জিও ব্যাগ ফেলা শুরু হয়েছে। তবে মঙ্গল বিকেল থেকে অবকাশ কেন্দ্র ‘বন্ধন’ সংলগ্ন এলাকার প্রায় ৫০ মিটার প্রতিরক্ষা বাঁধে ধস দেখা দিয়েছে। তাৎক্ষণিক বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।

রুবেলুর রহমান/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।