৪ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল শুরু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৩:১০ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৮

প্রায় সোয়া চার ঘণ্টা পর গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে। রোববার দুপুর দুইটার দিকে পুলিশ অবরোধকারীদের লাঠিচার্জ ও টিয়ার সেল ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়। পরে তারা মহাসড়ক থেকে সরে গেলে যান চলাচল শুরু হয়।

এর আগে বকেয়া বেতনের দাবিতে সকাল ১০টা থেকে গার্মেন্ট শ্রমিকরা এ সড়ক অবরোধ করে রাখেন।

জানা যায়, বকেয়া বেতনের দাবিতে রোববার সকালে গাজীপুর মহানগরীর ডেকেরচালা এলাকায় বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেন নিট অ্যান্ড নিটেক্স গার্মেন্টের শ্রমিকরা। এসময় বেশ কয়েকটি গার্মেন্টস কারখানা ভাঙচুর করেন তারা।

মহাসড়ক অবরোধের ফলে টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়ে চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম দুর্ভোগে পড়েন হাজার হাজার যাত্রী।

আমিনুল ইসলাম/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।