গাজীপুরে ৩ ডাকাত গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০১:২২ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০১৮

গাজীপুর সদরের হোতাপাড়া এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ওই এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশের গজারী বনের ভেতর থেকে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় গ্রেফতারদের কাছ থেকে দুটি বড় দা এবং একটি বড় ছুরি উদ্ধার করা হয়। গ্রেফতররা হলেন- গাজীপুরের কাপাসিয়া উপজেলার চরপাবুর এলাকার হানিফ হোসেনের ছেলে মো. দেলোয়ার হোসেন (২৫), সদর উপজেলার হালডোবা এলাকার ইয়াসিন শেখের ছেলে মো. সিরাজুল ইসলাম (৩৮) এবং রুদ্রপুর এলাকার মৃত সিদ্দিক মিয়ার ছেলে মো. রুবেল মিয়া।

হোতাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মুজাহিদুল ইসলাম জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোতাপাড়া মিয়া মার্কেট এলাকার পূর্ব পাশের গজারী বনের ভেতরে ১৫/১৬ জনের একটি ডাকাত দল ওই সড়কের আশপাশের এলাকায় ডাকাতি করার লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপারের নির্দেশে এএসআই মোশারফসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ওই স্থানে অভিযান চালানো হয়। এ সময় ১০/১২ জন পালিয়ে গেলেও দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করা হয়।

তিনি আরো জানান, গ্রেফতারদের মধ্যে দেলোয়ার হোসন স্বীকারক্তি দিয়েছেন তিনি ওই এলাকায় এ পর্যন্ত ৩০টি ডাকাতি করেছেন। গ্রেফতারদের বিরুদ্ধে জয়দেবপুর থানায় ডাকাতি প্রস্তুতির মামলা দায়ের করা হয়েছে।

আমিনুল ইসলাম/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।