বজ্রপাতে মৃত্যুঝুঁকি হ্রাসে কেশবপুরে পাঁচ লাখ তালের বীজ রোপন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৬:০৬ এএম, ২৭ সেপ্টেম্বর ২০১৮

যশোরের কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে প্রাকৃতিক সুরক্ষা ও বজ্রপাতে মৃত্যুঝুঁকি হ্রাসে উপজেলার সকল সরকারি রাস্তার পাশে পাঁচ লাখ তালের বীজ রোপন করা হয়েছে। উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৬০৫ কিলোমিটার রাস্তার দু’পাশে এসব বীজ রোপন করা হয়।

১৫৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১১টি কলেজ, ৭১টি মাধ্যমিক বিদ্যালয়, ১১টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ৫৫টি মাদ্রাসার শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা তালের বীজ রোপনে অংশ নেন।

বুধবার উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমানের সভাপতিত্বে মাগুরাডাঙ্গা ইসলামিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে তালের বীজ রোপন কর্মসূচির উদ্বোধন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক। বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রীর একান্ত সহকারী সচিব মঞ্জুরুল হাফিজ।

উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কবীর হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ রানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রবিউল হোসেন, কৃষি সম্প্রসারণ অফিসার মনির হোসেন, সুফলাকাটি ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ মাস্টার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, সাংগঠনিক সম্পাদক সাগরদাঁড়ি ইউপি চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত, পাঁজিয়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল, আওয়ামী লীগ নেতা আফছার উদ্দীন গাজী, কবির হোসেন, পৌর কাউন্সিলর মফিজুর রহমান খান, ইউপি সদস্য কামরুজ্জামান কামাল, মৃণাল কান্তি প্রমুখ।

মিলন রহমান/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।