দৌলতদিয়ায় নদী পারের অপেক্ষায় পাঁচ শতাধিক যানবাহন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৫:১১ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০১৮

নাব্যতা সংকট, ঘাট সমস্যা ও শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌ রুটের বাড়তি যানবাহনের চাপে রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তে নদী পারের অপেক্ষায় আটকা পড়েছে প্রায় পাঁচ শতাধিক যানবাহন। শনিবার বিকেল ৪টার দিকে দৌলতদিয়া প্রান্তের ঢাকা-খুলনা মহাসড়কে এ চিত্র দেখা গেছে। প্রচণ্ড গরমে আটকে পড়া যানবাহনের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট সূত্রে জানা গেছে, সিরিয়ালে আটকে পড়া যানবাহনের মধ্যে রয়েছে প্রায় দুই শতাধিক যাত্রীবাহী বাস ও তিন শতাধিক পণ্যবাহী ট্রাক। নাব্য সংকটে দৌলতদিয়া প্রান্তে ড্রেজিং কার্যক্রম চলায় ৩ নম্বর ঘাটটি বন্ধ রয়েছে। সচল রয়েছে চারটি ঘাট। এ রুটে ছোট বড় ১৮টি ফেরি চলাচল করছে। এছাড়া শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌ রুটের বাড়তি যানবাহনের চাপের কারণে দৌলতদিয়ায় যানবাহনের সিরিয়াল তৈরি হয়েছে।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মো. রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

রুবেলুর রহমান/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।