বনের ভেতর ট্রাকচালককে বেঁধে রাখল তারা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৬:০৭ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০১৮

গাজীপুর সিটি কর্পোরেশনের রাজেন্দ্রপুর এলাকার বনে অভিযান চালিয়ে রোববার ভোরে মালভর্তি পিকআপ ও দেশীয় অস্ত্রসহ চার ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন কিশোরগঞ্জের কাজিরচর এলাকার মো. রফিক (২৮), ময়মনসিংহের নান্দাইল থানার মো. সহিদ মিয়া (২৭), গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকার মো. আনোয়ার হোসেন ওরফে আনু (২৬) ও গাজীপুরের জয়দেবপুর থানার পানিশাইল এলাকার আব্দুল আলিম (৩০)।

গাজীপুর সদর থানা পুলিশের ওসি সমীর চন্দ্র সূত্রধর জানান, ঢাকা থেকে ফার্নিচারভর্তি একটি পিকআপ শ্রীপুর উপজেলার কাকলী ফার্নিচারে যাওয়ার পথে রোববার ভোরে রাজেন্দ্রপুর এলাকায় পৌঁছালে ডাকাতদের কবলে পড়ে।

পরে অস্ত্রের মুখে পিকআপটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বনের ভেতরে নিয়ে যায় এবং চালক বিল্লাল হোসেনকে গামছা দিয়ে মুখ বেঁধে গাছের সঙ্গে বেঁধে রাখে ডাকাতরা।

একপর্যায়ে কৌশলে হাতের বাঁধন খুলে বিল্লাল জঙ্গলের ভেতর থেকে পালিয়ে গিয়ে স্থানীয় টহল পুলিশকে জানান। পরে হোতাপাড়া পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে ওই চারজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ১৩টি মোবাইল ফোন, দুটি রামদা ও দুটি দা উদ্ধার করা হয়েছে বলেও জানান ওসি।

মো. আমিনুল ইসলাম/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।