টঙ্গীতে গণপিটুনিতে ছিনতাইকারী নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৪:৪৪ পিএম, ০২ অক্টোবর ২০১৮
প্রতীকী ছবি

গাজীপুরের টঙ্গী আরিচপুর গাজীবাড়ি এলাকায় গণপিটুনিতে শহিদুল ইসলাম শাহিন (২২) নামে এক ছিনতাইকারী নিহত হয়েছে। সে পিরোজপুর জেলার কাওখালী থানার চিরাপাড়া এলাকার শাহ আলমের ছেলে। শাহিন টঙ্গীর গাজিবাড়ি এলাকার ইসমাইল গাজীর বাড়িতে ভাড়া থাকতো।

টঙ্গী পূর্ব থানা পুলিশের ওসি কামাল হোসেন জানান, মঙ্গলবার দুপুর ১টার দিকে ওই এলাকার রেল লাইনের পাশে নেকেরবাড়ি সংলগ্ন ছিনতাইকালে স্থানীয়দের হাতে হাতে ধরা পড়ে শাহিন। পরে এলাকাবাসী তাকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে প্রথমে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি শহীদ তাজ উদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

আমিনুল ইসলাম/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।