ভারতীয় শাড়ি, থ্রি-পিস ও চা পাতা জব্দ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৫:১৭ পিএম, ০৪ অক্টোবর ২০১৮

বেনাপোল পোর্ট থানার শিকড়ি এলাকা থেকে ভারতীয় শাড়ি, থ্রি-পিস ও চা পাতা জব্দ করেছে বিজিবি সদস্যরা। বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। এ সময় কোনো চোরাকারবারীকে আটক করতে পারেনি বিজিবি ।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল ক্যাম্প কমান্ডার সুবেদার মনিরুজ্জামান জানান, গোপন সূত্রে জানা যায় চোরাকারবারীরা ভারতীয় শাড়ি, থ্রি-পিস ও চা পাতার একটি চালান ভারত থেকে পাচার করে এনে সীমান্তের শিকড়ি বটতলা মাঠে অবস্থান করছে।

এমন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ৮ লাখ টাকা মূল্যের ১২০ পিস শাড়ি, ১৭ পিস থ্রি-পিস ও ১২০ কেজি চা পাতা জব্দ করে। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানীরা পালিয়ে যায়।

জব্দকৃত মালামাল বেনাপোল কাস্টমস গুদামে জমা দেয়া হয়েছে বলে জানান তিনি।

মো. জামাল হোসেন/আরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।