দৌলতদিয়া যৌনপল্লীতে এসপি মিলির হানা
গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে অভিযান চালিয়েছে রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি। অভিযানেবাংলা মদ ও জুয়াড় আসর থেকে ৩০ জন জুয়াড়ি ও মাদকসেবী আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার গভীর রাতে রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি’র নেতৃত্বে সদর থানা ও গোয়ালন্দ ঘাট থানা অভিযান চালায় দৌলতদিয়া যৌনপল্লীতে।
এসময় সেখান থেকে ২০ লিটার মদ এবং মদ বিক্রির সরঞ্জাম ও জুয়ার আসর থেকে নগদ ৬ হাজার টাকা ও জুয়া খেলার সরঞ্জাম জব্দ করাসহ মদ খেয়ে মাতলামি ও জুয়া খেলার দায়ে ৩০ জনকে আটক করেছে পুলিশ। আটকরা রাজবাড়ী, মানিকগঞ্জ, কুষ্টিয়া ও ফরিদপুর জেলার বাসিন্দা। গোয়ালন্দ ঘাট থানা পুলিশের ওসি এজাজ শফী এর সত্যতা নিশ্চিত করেছেন।
রুবেলুর রহমান/এমএএস/পিআর