সুহেলের দোকানে ২ লাখ বার্মিজ সিগারেট

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৯:৩১ পিএম, ১৫ অক্টোবর ২০১৮

কক্সবাজার-টেকনাফ মহাসড়কের উখিয়া থেকে ২ লাখ ৬ হাজার ৯২০ পিস বার্মিজ সিগারেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৭ টেকনাফ ক্যাম্পের সদস্যরা।

সোমবার বিকেলে উখিয়ার দক্ষিণ স্টেশন কোটবাজার এলাকার পূর্বপাশের এএস শপিং সেন্টারের এসএসটিআর রাইস এজেন্সি দোকানের ভেতর থেকে এসব সিগারেট জব্দ করা হয়। জব্দকৃত সিগারেটের মূল্য ২০ লাখ ৬৯ হাজার ২০০ টাকা। আটক ইকবাল হোসেন সুহেল উখিয়ার ভালুকিয়া পালংয়ের মো. ইস্কান্দার হোসেন চৌধুরীর ছেলে।

র‌্যাব-৭ সিপিসি-২ কক্সবাজারের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার লে. মির্জা শাহেদ মাহতাব বলেন, উখিয়ার কোটবাজার এলাকার এসএসটিআর রাইস এজেন্সি দোকানে মাদক কেনাবেচা হচ্ছে- এমন খবর পেয়ে অভিযান চালায় র‌্যাব।

এ সময় ইকবাল হোসেন সুহেলকে গ্রেফতার করা হয়। তার দোকান তল্লাশি করে ২০ বস্তা এবং দুটি বড় কার্টনে আমদানি নিষিদ্ধ বার্মিজ সিগারেট পাওয়া যায়। সেখানে ২ লাখ ৬ হাজার ৯২০টি সিগারেট রয়েছে। জব্দকৃত সিগারেটের আনুমানিক মূল্য ২০ লাখ ৬৯ হাজার ২০০ টাকা। মামলা দিয়ে জব্দকৃত সিগারেটসহ সুহেলকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‌্যাবের কমান্ডার লে. মির্জা শাহেদ মাহতাব।

সায়ীদ আলমগীর/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।