কক্সবাজারে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৭:৫৪ পিএম, ১৭ অক্টোবর ২০১৮
প্রতীকী ছবি

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের দক্ষিণ রাজঘাট এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার বিকেল ৩টার দিকে দক্ষিণ রাজঘাট গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন- মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের সোনার পাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে কাউছার (২০) এবং একই এলাকার আবুল কাশিমের ছেলে মোস্তাক (২৭)।

স্থানীয় ইউপি সদস্য রিয়াজ উদ্দীন জানান, মাতারবাড়ি দক্ষিণ রাজঘাট এলাকার প্রবাসী বশির আহমদের বাড়িতে একটি টিউবওয়েল বসাচ্ছিলেন একদল শ্রমিক। এ সময় বিদ্যুতের খুঁটির সঙ্গে পাইপ লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন তারা দুইজন। এতে ঘটনাস্থলেই মারা যান তারা।

মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, ঘটনাটি মর্মান্তিক। দুই যুবকের একসঙ্গে মৃত্যুতে এলাকায় শোকের ছায়া ফেলেছে।

মহেশখালী থানা পুলিশের ওসি প্রদীপ কুমার দাশ বলেন, কারও কোনো অভিযোগ না থাকায় তাদের মরদেহ উদ্ধার করে পরিবারকে হস্তান্তর করা হয়েছে।

সায়ীদ আলমগীর/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।