দুই আসনে নৌকার মাঝি হতে চান ২৫ জন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পঞ্চগড়
প্রকাশিত: ০৭:২৫ পিএম, ১৪ নভেম্বর ২০১৮

পঞ্চগড়ে পাঁচ উপজেলার দুই নির্বাচনী আসনে বর্তমান দুই সংসদ সদস্যসহ ২৫ প্রার্থী আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এদের মধ্যে তেঁতুলিয়া, আটোয়ারী ও পঞ্চগড় সদর উপজেলা নিয়ে পঞ্চগড়-১ আসনে ২২ জন এবং বোদা ও দেবীগঞ্জ উপজেলা নিয়ে পঞ্চগড়-২ আসনে তিনজন আওয়ামী লীগের মনোনয়নপত্র নেন।

দলীয় নেতাকর্মী ও আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে কথা বলে জানা যায়, পঞ্চগড়-১ আসনে আওয়ামী লীগের ২২ মনোনয়নপত্র সংগ্রহকারী নৌকা প্রত্যাশীরা হলেন- জাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পঞ্চগড়-১ আসনের বর্তমান সংসদ সদস্য নাজমুল হক প্রধান, সাবেক সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মজাহারুল হক প্রধান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের সাবেক কর্মকর্তা নাঈমুজ্জামান মুক্তা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু তোয়াবুর রহমানু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্বাস আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরা পারভীন, যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা সারওয়ার হোসেন, দফতর সম্পাদক এমএন হুদা, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নুর নেহার নুরী, কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহ-সভাপতি শারমিন জাহান মেরী, জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক জাকিয়া খাতুন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাসনাত মো. সাইফুর রহমান, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি প্রভাশ চন্দ্র রায়, তেঁতুলিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইয়াসিন আলী মণ্ডল, আটোয়ারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি তৌহিদুল ইসলাম, আটোয়ায়ী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনিছুর রহমান, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আপেল মাহমুদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য আকতার হোসেন, আওয়ামী লীগ সমর্থক ইঞ্জিনিয়ার মোফাজ্জল হোসেন চৌধুরী পিটার্স, ক্বারি আব্দুল মজিদ এবং শিল্পপতি মনির হোসেন।

পাশাপাশি পঞ্চগড়-২ আসনে আওয়ামী লীগের তিনজন মনোনয়ন কিনেছেন। তারা হলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি পঞ্চগড়-২ আসনের বর্তমান সংসদ সদস্য নূরুল ইসলাম সুজন, মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের প্রেসিডিয়াম সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মো. শাহজাহান এবং দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক চিশতী।

সফিকুল আলম/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।