খাটের ভেতর মিলল ১৩ হাজার ইয়াবা, আটক ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৬:৩৫ পিএম, ১৫ নভেম্বর ২০১৮

কাঠের তৈরি খাটের ভেতর কৌশলে ইয়াবা রেখে এসএ পরিবহনে করে পাচারের সময় ১৩ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭। বুধবার মধ্যরাতে কক্সবাজার শহরের হলিডে মোড় এলাকায় এ অভিযান চালানো হয়।

আটকরা হলেন- কক্সবাজারের উখিয়ার জালিয়াপালংয়ের উত্তর সোনারপাড়া খোলাৎমোড় এলাকার মৃত মোজাহের আহমদের ছেলে ছাব্বির আহম্মদ (৪৯) ও কক্সবাজার শহরের বড়বাজার এলাকার চাউলবাজারের বাসিন্দা মৃত দরবেশ আলীর ছেলে ফজলুল করিম (৬৮)।

র‌্যাব-৭ এর কক্সবাজার ক্যাম্পের ইনচার্জ মেজর মেহেদী হাসান জানান, কিছু মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট এসএ পরিবহনের মাধ্যমে ঢাকায় পাচারের উদ্দেশ্যে কক্সবাজার শহরের হলিডে মোড় এলাকায় অবস্থান করছে- এমন খবর পেয়ে অভিযানে যায় র‌্যাব সদস্যরা। ঘটনাস্থলে গেলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ছাব্বির আহম্মদ ও ফজলুল করিমকে আটক করা হয়। পার্সেল হিসেবে তাদের নিয়ে যাওয়া কাঠের তৈরি খাট তল্লাশি করে খাটের ভেতরে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ১৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

জিজ্ঞাবাসাদে তারা জানায়, তারা দীর্ঘদিন যাবত নানা কৌশলে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ইয়াবা পাচার করে আসছে।

তিনি আরও জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সায়ীদ আলমগীর/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।