স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৫:১০ পিএম, ২০ নভেম্বর ২০১৮
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছেন। সোমবার রাতে উপজেলার হরিপুর ইউনিয়নের আলিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই গ্রামের হাছন মিয়ার ছেলে হারুন মিয়া (২৫) ও তার স্ত্রী মিনা আক্তার (১৯)। মিনা ওই উপজেলার নরহা গ্রামের জামাল মিয়ার মেয়ে।

ব্রাহ্মণবাড়িয়ার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) মো. মনিরুজ্জামান ফকির বিয়ষটি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, রাতে ধারালো ছুরি দিয়ে স্ত্রী মিনাকে হত্যার কিছু সময় পর হারুন মিয়া নিজেও ছুরিকাঘাতে আত্মহত্যা করেন। প্রাথমিকভাবে ধারণা করছি পারিবারিক কলহের জেরেই এ ঘটনা ঘটেছে। তবে আমরা আরও কিছু বিষয় মাথায় নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছি। এ ঘটনায় এখন পর্যন্ত নিহতদের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দেয়া হয়নি। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আজিজুল সঞ্চয়/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।