কক্সবাজারে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০২:৫২ এএম, ২১ নভেম্বর ২০১৮

কক্সবাজার শহরের লালদিঘী পাড় পুকুরের পূর্বপাশ থেকে মুখবাঁধা অবস্থায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ নভেম্বর) সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, সন্ধ্যার আগে লালদিঘী পাড় পুকুরের পূর্বপাশে মসজিদের নিচে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে পথচারীরা জড়ো হন। খবরটি আশপাশে ছড়িয়ে পড়লে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

কক্সবাজার সদর থানার ওসি (তদন্ত) মো. খায়রুজ্জামান বলেন, স্থানীয়দের দেয়া খবরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

তার বয়স আনুমানিক ২৫ বছর হতে পারে। কীভাবে সে মারা গেছে তা বের করার চেষ্টা চলছে বলেও উল্লেখ করেন তিনি।

সায়ীদ আলমগীর/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।