টেকনাফ থেকে ১ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৫:৫৭ পিএম, ২২ নভেম্বর ২০১৮
ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফ সাবরাং ইউনিয়নের নাফনদের শাহপরীরদ্বীপ গোলারচর এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড।

কোস্টগার্ডের সহকারী গোয়েন্দা পরিচালক লে. কমান্ডার আব্দুল্লাহ আল মারুফ বলেন, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে কোস্টগার্ড চট্টগ্রাম পূর্বজোনের টেকনাফ কোস্টগার্ড কমান্ডার লে. ফয়জুল ইসলাম মন্ডলের শাহপরীরদ্বীপ গোলারচর এলাকায় অভিযান চালান। এ সময় ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার ইয়াবা টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

সায়ীদ আলমগীর/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।